সুগন্ধায় তেলভর্তি জাহাজে বিস্ফোরণ: আরও ৩ মরদেহ উদ্ধার

সাগর নন্দিনী-২
সুগন্ধা নদীতে বিস্ফোরিত তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২। ছবি: টিটু দাস/স্টার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত তেলবাহী ট্যাংকার 'সাগর নন্দিনী-২' থেকে আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। 

তারা হলেন- জাহাজের সুপারভাইজার চাঁদপুর জেলার নুরজাহানপুরের বাসিন্দা মাসুদ রহমান বেলাল (৫৫), ট্যাংকারের মাস্টার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুহুল আমিন খান ও পিরোজপুর জেলার সরোয়ার আলম।

আজ সোমবার দুপুরে জাহাজের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে বিস্ফোরণের পর জাহাজের নিখোঁজ ৪ কর্মীর সবার মরদেহ উদ্ধার হলো।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. সেলিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার দুপুরে সুগন্ধা নদীতে ঝালকাঠি পৌর খেয়াঘাটের বিপরীত পাশে পদ্মা অয়েল কোম্পানির তেলবোঝাই 'সাগর নন্দিনী-২' জাহাজে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে জাহাজের ৯ জন কর্মীর মধ্যে ৪ জন অগ্নিদগ্ধ হন। নিখোঁজ হন আরও ৪ কর্মী। পরে গতকাল রোববার জাহাজের ভেতর থেকে গ্রিজারম্যান আব্দুস সালামের মরদেহ উদ্ধার করা হয়।

আজ বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ 'নির্ভীক' এসে জাহাজটিকে টেনে তোলে। পরে এর ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। 

১১ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে জাহাজটি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঝালকাঠি এসে পৌঁছায়।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর একই জাহাজ তেলসহ ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে ডুবে গিয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at Korail slum

Five fire engines are rushing to the spot after the blaze originated around 4:15pm

39m ago