ফ্যানসহ পলেস্তারা খসে পড়ল শ্রেণীকক্ষে, ২ শিক্ষক আহত

ফ্যানসহ পলেস্তারা খসে নিচে পরে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দুমকি উপজেলার পশ্চিম জলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনের শ্রেণিকক্ষে পাঠদানকালে সহকারী শিক্ষক কবিতা রানী ও দলিল উদ্দিন আহত হলেও, ২০ শিশু শিক্ষার্থী অক্ষত আছে।

আহত ২ শিক্ষককে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ বিকট শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি প্রথম শ্রেণির ক্লাসরুমের ফ্যানসহ পলেস্তারা খসে নিচে পড়ে আছে এবং দুই শিক্ষক আহত হয়েছেন।'

'তাৎক্ষনিক আমি আহত শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই,' বলেন তিনি।

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি। জরাজীর্ণ ভবনে পাঠদান না করে বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করে পাঠদান করার পরামর্শ দিয়েছি।'

যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি।'

জানা গেছে, ১৯৭৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর টিনের ঘরে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৯৪ সালে একতলা ভবন নির্মাণ করা হয়। ২০২২ সালে জরুরি তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে বিদ্যালয়ের মেরামত কাজ করা হলেও, প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ত। 

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ২০২২-২০২৩ অর্থবছরে একটি নতুন ভবনের জন্য অর্থ বরাদ্দ হয়। তবে জমি সংক্রান্ত জটিলতার কারণে নতুন ভবন নির্মাণ হয়নি এখনো।

Comments