স্কুলে ছাদ থেকে পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে পরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৬৯ নং উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত সাকিবা আজাদ আধুনিকা (৮) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার স্টিমারঘাট এলাকার আবুল কালাম আজাদের মেয়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার দাস বলেন, 'সকালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসেই ছিল আধুনিকা। এ সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে তার ঘাড়ের ওপর পরে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়ি যায়।'

ভবনটির কোথাও ফাটলের চিহ্ন কিংবা পলেস্তারা খসে পড়ার নমুনা ছিল না জানিয়ে তিনি আরও বলেন, 'হঠাৎ করেই এমন হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের আতঙ্কের মধ্যে রয়েছে।'

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন খলিফা বলেন, 'বিষয়টি উপজেলা প্রকৌশল অফিসকে জানানো হয়েছে। তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করলে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করা হবে।'

১৯৪৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ২০০৪ সালে নতুন এই ভবনটি নির্মাণ করা হয়।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago