বাগেরহাট-পটুয়াখালীর কারাগার থেকে ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটক ৯৫ ভারতীয় জেলেকে বাগেরহাট ও পটুয়াখালীর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তির আওতায় মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ ও পটুয়াখালী জেলা কারাগার থেকে ৩১ ভারতীয় বন্দীকে মুক্তি দেওয়া হয়।
পটুয়াখালীতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিত ছিলেন।
কারাগার থেকে মুক্তির পর জেলেদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ-ভারত জলসীমায় তাদেরকে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, বাংলাদেশ ও ভারতের বন্দী বিনিময় চুক্তির আওতায় এই জেলেদের মুক্তি দেওয়া হয়েছে।
পটুয়াখালী কারাগারে অবস্থান করা ৩১ জেলেকে গত ১৬ অক্টোবর বাংলাদেশর জলসীমায় মাছ ধরার অভিযোগে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তখন তাদের কাছ থেকে ইলিশসহ ৫০ মন মাছ জব্দ করা হয়।
এদিকে বাগেরহাট জেলা কারাগার সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গত ১৮ অক্টোবর ৪৮ এবং ২২ নভেম্বর ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে কোস্টগার্ড ও নৌবাহিনী। এরপর আদালতের নির্দেশে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
Comments