দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৪

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উচিতপুর বাজারের পাশে শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল। আর নবাবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। পথিমধ্যে শিববুর এলাকায় বাস ও অটোরিকশাটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ শিশু নিহত হয়। চালকসহ আহত ৪ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হ‌লেন—পার্বতীপুর উপ‌জেলার হ‌রিরামপুর এলাকার শংকর রা‌য়ের ছে‌লে উত্তম রা‌য় (৪০) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত ২ শিশুর নাম এখনো জানা যায়‌নি। তাদের বয়স ১০-১২ বছরের মধ্যে হবে।

Comments

The Daily Star  | English

'Salma was killed by a tenant, not her son'

Umme Salma Khatun, whose body was recovered from a freezer in Bogura, was killed by her "drug peddler" tenant, not by her 19-year-old son, said police yesterday after primary investigation

38m ago