১২ ফায়ার ফাইটার ও এক স্বেচ্ছাসেবক আহত
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ ফায়ার ফাইটার ও একজন স্বেচ্ছাসেব আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।
আহত ফায়ার ফাইটারদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ২ ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল, বিজিবি ও র্যাব সদস্যরা।
আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন মার্কেটে ব্যবসায়ীরা। এ সময় তারা বাধা উপেক্ষা করে মার্কেটের ভেতর থেকে মালামাল বের করার চেষ্টা করেন। অনেকে দোকান পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন।
আগুনের খবর পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। যার ফলে অগ্নিনির্বাপক কর্মীদের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে।
পরিস্থিতি শান্ত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে লাউড স্পিকার ব্যবহার করে জড়ো হওয়া উৎসুক জনতাকে এলাকাটি খালি করার অনুরোধ জানান।
মার্কেটে প্রায় সাড়ে ১২ শ দোকান রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
Comments