রেললাইনে বাস আটকে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বাস ও পিকআপভ্যানের এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে জানান, বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতুর পূর্বে প্রান্তে ভারতের মৈত্রী এক্সপ্রেস এবং পশ্চিম প্রান্তে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর উঠে পড়ে।
Comments