দিনাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার দরবারপুর জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-পিকআপ চালক দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা গ্রামের বাসিন্দা ফয়জার আলী (৩৫), একই উপজেলার রানীরবন্দর গ্রামের মোস্তাকিম (২৭) এবং একই গ্রামের সোহানুর রহমান সোহন (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে পিরোজপুর যাচ্ছিল। অপরদিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর থেকে পুরোনো ব্যাটারি নিয়ে একটি পিকআপ দিনাজপুর শহরে যাচ্ছিল। 

সন্ধ্যা পৌনে ৬টার দিকে দরবারপুর জামে মসজিদের সামনে বিআরটিসি বাস ও পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ পিকআপে থাকা ৩ জনই ঘটনাস্থলে নিহত হন।

স্থানীরা খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ থেকে ৩টি মরদেহ উদ্ধার করে।

দশমাইল হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

6m ago