সেপটিক ট্যাংকে নেমে একে একে প্রাণ গেল ৩ জনের
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে নেমে এক পরিচ্ছন্নতা কর্মীসহ ৩ জন মারা গেছেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৬), আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে প্রথমে মিঠু সেই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। ঘণ্টাখানেক কাজ করার পর তার কোনো সাড়া না পেলে রাকিব তার খবর নিতে সেপটিক ট্যাংকে নামেন। এরপর তিনিও ফিরে না এলে তাদের খোঁজ করতে মোহাম্মদ আলী সেপটিক ট্যাংকের ভেতর নামলে তিনিও নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে রাত ৮ টা ১০ মিনিটের দিকে তারা উদ্ধার কাজ শুরু করে। রাত ১০টার দিকে ৩ জনেরই মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন,' নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ কাউকেই পাওয়া যায়নি। মরদেহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'
ঘটনাস্থল থেকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেপটিক ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।'
Comments