তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে, এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্সের তুলার গুদামে আগুন ১৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস আগ্রাবাদের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন এখন নিয়ন্ত্রণে আছে তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত তুলার বান্ডিলগুলো পানি ছড়িয়ে ফেলে দিচ্ছেন। বিভিন্ন স্থানে এখনও ধোঁয়া বের হচ্ছে।'
'৫টি ইউনিট এখনও আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে,' যোগ করেন তিনি।
অন্যদিকে ঘটনাস্থলে আসা শিল্প পুলিশের ডিআইজি মো. আজাদ মিঞা সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এ থেকে বোঝা যায়, মালিকপক্ষ নিরাপত্তা নিয়ে উদাসীন। প্রচলিত যেসব আইনের বিধিবিধান রয়েছে সেগুলো দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে মালিকদের আরও সচেতন হতে হবে।
প্রশ্ন করা হয় এ ধরনের দুঘর্টনা ঘটার পর দেখা যায় সরকার সংশ্লিষ্ট যাদের এসব দেখার কথা তারা তদারকি করেননি—তিনি জানান এক্ষেত্রে কারও কোনো গাফিলতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে গতকাল রাতে মোতায়েন করা সশস্ত্র বাহিনী সকাল ৮টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে আগুন লাগে। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Comments