সীতাকুণ্ড

 ১৬ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

রোববার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার ভোররাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাতে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না। তবে এখনো ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।'

জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। সকাল ৭টায় আগুন নিভে গেছে। তবে কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা চলে গেছেন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।'

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এই আগুনের সূত্রপাত হয়।

Comments

The Daily Star  | English
Chief Adviser's suggestion on voter age

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago