গুলশানে ভবনে ডাকাতির চেষ্টা, আটক অন্তত ১০

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশান-২ এর একটি ভবনে ডাকাতির চেষ্টার পর অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতরাত ১টার দিকে প্রায় ৫০ জন লোক মোটরসাইকেল ও গাড়িতে এসে ১০৩ নম্বর সড়কের 'ফাইন্যান্স স্কয়ার' ভবনে প্রবেশ করে।

তারা ভবনের নিরাপত্তারক্ষীদের বেঁধে ডাকাতির চেষ্টা করে।

সেসময় হট্টগোলের খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ১০ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

একজন নিরাপত্তারক্ষী সাংবাদিকদের বলেন, 'তারা ভবনে প্রবেশ করে। আমাদের হাত বাঁধে এবং মুখ টেপ দিয়ে আটকে দেয় যাতে সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারি। তারা আমাদের মানিব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে গেছে।'

ঢোকার পরপরই ডাকাতরা ভবনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বলেও জানান তারা।

তবে একজন নিরাপত্তারক্ষী পালিয়ে যেতে পেরেছিলেন এবং পুলিশে খবর দিয়েছিলেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'

ভবনটিতে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

Comments

The Daily Star  | English
KUET attack

Protests spill over to other campuses after Kuet attack

Anti-Discrimination Student Movement leaders issue ultimatum at DU; protests held at CU, JU, RU, and JnU

6h ago