শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় আফতাব আহমেদ (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে শনির আখড়ার গোবিন্দপুরে অ্যাপোলো গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

আফতাব চকবাজার মৌলভীবাজার শাখার পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার শিমুলআটি গ্রামের আজিজুল ইসলামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী মুসলিমাবাদ বাগানবাড়ি এলাকায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, আফতাব চকবাজার মৌলভীবাজার শাখার পূবালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। গতকাল মঙ্গলবার অফিস শেষ করে বাসায় ফিরছিলেন। গোবিন্দপুর একটি গ্যারেজের সামনে পৌঁছালে বাসের ইঞ্জিন গ্যারেজে প্রবেশ করানোর সময় সেটির ধাক্কায় তিনি ঘটনাস্থলে নিহত হন।

ওসি আরও জানান, ঘটনার পরপরই গাড়ি চালক আব্দুল মজিদকে (৪০) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

56m ago