পিকনিকে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী

নরসিংদীর ১ কেন্দ্রে ভোট বাতিল

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে গিয়ে ২ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

নিখোঁজ মো. গালিব মিয়া (১৫) ও সহিদুল ইসলাম মাফফুজ (১৭) সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদিয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

গালিব মিয়ার বাড়ি পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামে এবং মাফফুজের বাড়ি রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে মেঘনা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই দুই শিক্ষার্থী পানিতে ডুবে যেতে পারে। তবে তাদের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।

নরসিংদীর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

জানা যায়, মাদ্রাসার বার্ষিক পিকনিকে বৃহস্পতিবার সকালে ওই মাদ্রাসা থেকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। 

বিকেলে ফুটবল খেলা শেষে ৫টার দিকে সবাই মেঘনা নদীতে গোসল করতে নামে। পরে শিক্ষকসহ বাকি ৩০ জন ফিরে এলেও ওই ২ শিক্ষার্থীকে আর খুঁজে পাওয়া যায়নি। 

পরে পুলিশকে বিষয়টি জানানো হলে, সদরের করিমপুর নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। 

করিমপুর নৌ পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি না থাকায় এবং রাত বেশি হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।'

'আগামীকাল ঢাকা থেকে ডুবুরিদল এলে আবারও মরদেহ উদ্ধারকাজ শুরু হবে,' বলেন তিনি।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। ৩০ জন শিক্ষক-শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

‘Operation Devil Hunt’ from today to maintain law and order

Details about 'Operation Devil Hunt' will be announced in a press briefing tomorrow

2h ago