সাগরে ড্রেজারডুবি: আরও ৩ মরদেহ উদ্ধার

ড্রেজারডুবি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাই এলাকায় বঙ্গোপসাগরে ড্রেজার ডুবিতে নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাই এলাকায় বঙ্গোপসাগরে ড্রেজার ডুবিতে নিখোঁজ আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন—শাহিন মোল্লা (৩৭), বাবা আনিছ মোল্লা; মো তারেক (২০), বাবা রহমান মোল্লা ও আবুল বাশার (৪০), বাবা ইউসুফ আলী হাওলাদার।

তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago