পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মৃত প্রদীপ চন্দ্র বর্মণ (৩০) বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। এ সময় একই এলাকার স্বপন চন্দ্র বর্মণ (৩০) আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি ধানখেতে জাল দিয়ে মাছ ধরতে যান প্রদীপ ও স্বপন। এ সময় বজ্রপাত হলে প্রদীপ অচেতন হয়ে পড়েন। তবে স্বপন একটু দুরে থাকায় আহত হন।
পরে স্থানীয়রা প্রদীপকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments