৩ ঘণ্টা বন্ধের পর ময়মনসিংহ-নেত্রকোণা-কিশোরগঞ্জ রেল যোগাযোগ চালু

ছবি: সংগৃহীত

বলাকা কমিউটার ট্রেনের বগির ২টি চাকা লাইনচ্যুত হয়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ আবার চালু হয়েছে। 

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক। 

ময়মনসিংহ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, নেত্রকোণার জারিয়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি বলাশপুর এলাকা আসতেই একটি বগির ২টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণা-কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

 

Comments

The Daily Star  | English
tailor injured during July mass uprising fights for dignity

Is respect too much to ask for?

Rasel Alam, 36, a tailor from Mohammadpur, has been fighting two battles since the July mass uprising -- one for his health and another for his dignity.

19h ago