মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত ৪

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, রাতে সোনাপাহাড় এলাকায় মহাসড়কে একটি কন্টেইনার বোঝাই লরি ও জোনাকি পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২ যানবাহনের চালক গাড়ি থামিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করেন। উৎসুক জনতা ও পথচারীরা তখন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের পেছন দিক থেকে চাপা দিলে ৪ জন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আহত অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে বলে জানিয়েছেন ওসি। 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago