সড়ক দুর্ঘটনায় তেজগাঁও গভর্মেন্ট সায়েন্স স্কুলের শিক্ষার্থী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী আলী হোসেন (১৭) নিহত হয়েছেন। সে তেজগাঁও গভর্মেন্ট সায়েন্স হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
আলী হোসেন বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো।
আলী হোসেনের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিং এর উদ্যেশ্যে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮টার দিকে খবর পাই আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে আলীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
কীভাবে আলী দুর্ঘটনার স্বীকার হয়েছে তা জানাতে পারেননি তিনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ছেলেটি। তখন এক রিকশা চালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।
তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
Comments