লক্ষ্মীপুরে অপহৃত স্কুল শিক্ষার্থী নোয়াখালীতে উদ্ধার, গ্রেপ্তার ১

আলাউদ্দিন আলো। ছবি: সংগৃহীত

অপহরণের ৩ দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী মো. আলাউদ্দিন আলোকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, গত বুধবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জের করিমপুর মনু বেপারী বাড়ি থেকে অপহরণকারী আলোকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৬ মে দুপুরে ক্লাস শেষে বাসায় ফেরার পথে লক্ষ্মীপুরের সদর থানার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের উত্তর পাশের উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে থেকে আলাউদ্দিন ও তার সহযোগী মো. সালাউদ্দিন (৩০) তাকে অপহরণ করেন। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. জসিমউদদীন বলেন, গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।

Comments

The Daily Star  | English

Injured protesters call off demo in front of CA residence

Earlier, they took position in front of the residence of Chief Adviser Professor Muhammad Yunus around midnight, breaching security barricades along the way

4h ago