ফরিদপুর-মানিকগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরের ২ উপজেলা ও মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে ৩ জন মারা গেছেন।
প্রতীকী ছবি

ফরিদপুরের ২ উপজেলা ও মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে ৩ জন মারা গেছেন।

আজ সোমবার এ ঘটনা ঘটে।

ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর ২টায় উপজেলার মথুরাপুর এলাকায় শফিকুল ইসলাম মোল্লা (২৮) নামে এক যুবক কৃষিকাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান ডেইলি স্টারকে জানান, আজ বিকেল ৪টায় বাড়ির পাশের একটি জমি থেকে ছন কাটছিলেন খলিল শেখ (৪০) নামে এক কৃষক। সেসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ডেইলি স্টারকে জানান, আজ দুপুরে বাড়ির পাশের একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)। সেসময় সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Comments