পাবনায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার সকালে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় পাবনা-পাকশি সড়কে নাজিরপুর হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার ইকবাল খান (৫২) ও বেড়া উপজেলার নাটিয়াবাড়ী গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)।

আমিনুল ইসলাম বলেন, তারা মোটরসাইকেলে পাবনায় ফিরছিলেন। নাজিরপুর স্কুলের সামনে পৌঁছালে পাবনাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

Comments