ফিলিপাইনে ভারী বৃষ্টি-বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সর প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা কমায় নিখোঁজ ২৩ জনের অনুসন্ধান চলছে।

ফিলিপাইনের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ২ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বড়দিনের উদযাপন ব্যাহত হয়। এসময় ৪৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কোমর সমান পানিতে নেমে বন্যাকবলিতদের উদ্ধার করছেন। সড়কগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

মিসামিস অক্সিডেন্টাল প্রদেশের ক্লারিন শহরের দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিটো হেরাই ডিজেডবিবি রেডিও স্টেশনকে বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago