আফগানিস্তানে পাকিস্তানি তালেবানের আস্তানায় হামলা, নিহত অন্তত ৮

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে। এ ঘটনায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে আরও টানাপড়েন দেখা দেবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
আফগানিস্তানের মানচিত্র। ছবি: এএফপি
আফগানিস্তানের মানচিত্র। ছবি: এএফপি

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আজ সকালে পাকিস্তানি তালেবানের গোপন আস্তানা সন্দেহে কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর চালানো হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

কর্মকর্তারা জানান, দুই দিন আগেই বিচ্ছিন্নতাবাদীরা এক আত্মঘাতী বোমা হামলায় সাত পাকিস্তানি সেনাকে হত্যা করে এবং উত্তর-পশ্চিম অঞ্চলে সমন্বিত হামলা চালায়।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে। এ ঘটনায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে আরও টানাপড়েন দেখা দেবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা ও এক গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিমানহামলাগুলো পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত ও পাকটিকা প্রদেশে চালানো হয়। কর্মকর্তারা আর কোনো তথ্য জানাননি।

গণমাধ্যমের কাছে তথ্য প্রকাশের অনুমতি না থাকায় নাম না প্রকাশের শর্তে তারা এপির সঙ্গে কথা বলেন।

পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানি তালেবান একটি আলাদা সংগঠন। তারা আফগানিস্তানের তালেবানের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও দুই সংগঠন একে অপরের মিত্র হিসেবে বিবেচিত।

পাকিস্তানি তালেবান এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হামলায় একাধিক নারী ও শিশু নিহত হয়েছে।

Comments