সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানে তৃতীয় ভূমিকম্প

আফগানিস্তানের হেরাতে সাম্প্রতিক ভূমিকম্পে এই মহিলার বাড়িটি ধ্বংস হয়ে যায়। ছবি: রয়টার্স
আফগানিস্তানের হেরাতে সাম্প্রতিক ভূমিকম্পে এই মহিলার বাড়িটি ধ্বংস হয়ে যায়। ছবি: রয়টার্স

আফগানিস্তানের হেরাতে আবারও আঘাত হেনেছে ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প। গত এক সপ্তাহে একই অঞ্চলে এটি তৃতীয়, বড় আকারের ভূমিকম্পের ঘটনা।

আজ রোববার এএফপি এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় সকাল ৯টা বেজে ৩৬ মিনিটে হেরাত প্রদেশের ৩৩ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, একই অঞ্চলে ২০ মিনিট পর পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

এর আগে ৭ অক্টোবর হেরাতে ছয় দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প ও আটটি শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এই ঘটনায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন আরও শত শত মানুষ।

এর কয়েকদিন পর, গত বুধবার আবারও ছয় দশমিক তিন মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানলে হেরাতে এক ব্যক্তি নিহত ও ১৩০ জন আহত হন।

বুধবার ইউনিসেফ জানায়, নিহতদের ৯০ শতাংশই ছিলেন নারী ও শিশু।

জাতিসংঘ জানিয়েছে, এই এক সপ্তাহের দুর্যোগে ১২ হাজারেরও বেশি মানুষ দুর্দশায় পড়েছেন।

দুই বছর আগে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের শাসনভার গ্রহণের পর থেকেই দেশটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশী রাষ্ট্ররা। যার ফলে আফগানরা ইতোমধ্যে বড় আকারের মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, যা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে আরও খারাপ পরিস্থিতির দিকে আগাচ্ছে।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O, A level exams

The tagline of this year's programme is "Saluting the nation builders of tomorrow".

11m ago