‘রমজান প্যাকেজে’ পাকিস্তানের দরিদ্রদের জন্য বিনামূল্যে আটা

ভর্তুকি মূল্যে ট্রাক থেকে আটা কিনছেন পাকিস্তানের বাসিন্দারা। ছবি: টুইটার
ভর্তুকি মূল্যে ট্রাক থেকে আটা কিনছেন পাকিস্তানের বাসিন্দারা। ছবি: টুইটার

রোজার মাসকে সামনে রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 'রমজান প্যাকেজের' আওতায় দরিদ্রদের বিনামূল্যে আটা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় সরকার এ উদ্যোগ নিয়েছে।

এ মাসের ২৩ অথবা ২৪ তারিখে পাকিস্তানে রোজা শুরু হতে পারে।

একটি পর্যালোচনা বৈঠকে শেহবাজ জানান, প্রথম পর্যায়ে পাঞ্জাব প্রদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে রমজান প্যাকেজের আওতায় বিনামূল্যে আটা দেওয়া হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন।

তিনি নিশ্চিত করেন, কেন্দ্রীয় সরকার সব প্রদেশে পাঞ্জাব মডেলের আদলে রমজান প্যাকেজের সুবিধা দেবে।

পাকিস্তানে দরিদ্রদের দিকে লক্ষ্য রেখে তৈরি করা এটাই প্রথম প্যাকেজ।

১৩ ফেব্রুয়ারি শেহবাজ রোজার মাসে নিত্যপণ্যের সরবরাহ অব্যাহত রাখার এবং যারা পরবর্তীতে বেশি দামে বিক্রির আশায় পণ্য মজুত করে রাখছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি দাবি করেন, দেশে আটা সহ কোনো নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই।

 শেহবাজ পরবর্তী পর্যালোচনা বৈঠকে 'সস্তা রমজান বাজার' তৈরি এবং রোজার মাসে রোজাদারদের মাঝে সাশ্রয়ী দামে গুরুত্বপূর্ণ পণ্যগুলো সরবরাহের বিষয়টি আলোচনার জন্য স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত করতে প্রাদেশিক ও প্রশাসনিক দলগুলোকে নির্দেশ দেন।

তিনি আরও জানান, রোজার মাসে বাজারের পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসন প্রযুক্তির সহায়তা নেবে।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। সম্প্রতি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ডলারের বিপরীতে রুপির দাম, উভয়ই তলানিতে পৌঁছিয়েছে।

 

Comments

The Daily Star  | English

Bad loans hit alarming record

Awami League-affiliated businesses had already put the country’s banking sector in trouble with huge bad debts, but the loans disbursed through irregularities to these companies turned sour even at a more alarming pace after the party’s ouster.

5h ago