আজ সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যেতে পারেন গোতাবায়া
শ্রীলঙ্কায় গণ-আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যেতে পারেন।
আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাময়িক আশ্রয়ের জন্য আজ গোতাবায়া থাইল্যান্ডে যেতে পারেন।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
থাই সরকারের মুখপাত্র রাতচাদা থানাদিরেক বার্তা সংস্থাটিকে বলেছেন, 'এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।'
নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, আজ দিনের কোনো এক সময় গোতাবায়া সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেতে পারেন।
গত ১৪ জুলাই গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রতিবেশী মালদ্বীপে যান। সেদিনই তিনি সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে পরদিন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন।
Comments