শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরবেন বলে ধারণা করা যাচ্ছে। আজ মঙ্গলবার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে এ কথা জানিয়েছেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বন্দুলা গুনাবর্ধনে বলেন, রাজাপাকসে নিয়ম মেনে সিঙ্গাপুর ভ্রমণে ছিলেন। তিনি লুকিয়ে ছিলেন না।
সাবেক প্রেসিডেন্ট কবে ফিরবেন জানতে চাইলে গুনাবর্ধনে জানান, তিনি সঠিক তারিখ সম্পর্কে অবগত নন।
আজ মন্ত্রিপরিষদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
কলম্বো গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় তামিল বিরোধী অভিযানের সময় সংঘটিত অপরাধের জন্য গোতাবায়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট (আইটিজেপি)। তারা সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে।
আইটিজেপি বলছে, রাজাপাকসে ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন করেছিলেন, তখন তিনি শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রধান ছিলেন।
শ্রীলঙ্কার আরেক সংবাদমাধ্যম ডেইলি মিরর বলছে, সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে- গত ১৪ জুলাই ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশের পর সাবেক প্রেসিডেন্টকে ১৪ দিনের স্বল্পমেয়াদী পাস দেওয়া হয়।
Comments