তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩৭ যুদ্ধবিমান

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের অনুপ্রবেশ বেড়েছে প্রায় দ্বিগুণ।
ছবি: রয়টার্স

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে আজ বৃহস্পতিবার ৬ ঘণ্টার মধ্যে ৩৭টি চীনা যুদ্ধবিমান প্রবেশ করেছে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এ বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটা এক দিনে পরিচালিত চীনা সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান।

স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজের এলাকা বলে দাবি করে আসছে চীন। এ ছাড়া প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও একদিন সেটা দখল করে নেওয়ার প্রত্যয় জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ বেড়েছে বেইজিংয়ের। যেটা গত বছর অর্থাৎ ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং আজ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫টায় থেকে 'মোট ৩৭টি চীনা সামরিক বিমান' তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা সীমায় প্রবেশ করেছে।

সকাল ১১টার দিকে সান বলেন, 'সেগুলোর বেশ কিছু দীর্ঘ-পরিসরের প্রশিক্ষণের অংশ হিসেবে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে গেছে।'

 

Comments