বিএসএফের হাতে ১ বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ভারতের সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হাতে মোট দুই হাজার ৬০১ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

বুধবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দেশটির সংসদে এ কথা জানান।

সংসদের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গত বছরের অক্টোবরে সর্বোচ্চ ৩৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, এরপর নভেম্বরেও ৩৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিএসএফ গত বছরের জানুয়ারিতে ১৩৮ বাংলাদেশি, ফেব্রুয়ারিতে ১২৪ জন, মার্চে ১১৮ জন, এপ্রিলে ৯১ জন, মে মাসে ৩২ জন, জুনে ২৪৭ জন, জুলাইয়ে ২৬৭ জন, আগস্টে ২১৪ জন, সেপ্টেম্বরে ৩০০ জন, ডিসেম্বরে ২৫৩ জন ও চলতি বছরের জানুয়ারিতে ১৭৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, 'উন্নত নজরদারি, বর্ধিত জনবল ও প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর মধ্যে আসামের ধুবড়িতে নজরদারি সরঞ্জাম, যেমন থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস, মনুষ্যবিহীন আকাশযান, সিসিটিভি ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর ও  সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থার পাইলটিং করা হয়েছে।'

সীমান্তে স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে নিরবচ্ছিন্ন টহল, ব্যারিকেড, পর্যবেক্ষণ পোস্ট ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna.

5m ago