লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপ: প্রথম ৪ ঘণ্টায় প্রায় ২৫ শতাংশ ভোট

লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলায় ভোটাররা ভোট দিচ্ছেন। ছবি: রয়টার্স
লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলায় ভোটাররা ভোট দিচ্ছেন। ছবি: রয়টার্স

ভারতের নয়টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আজ লোকসভা নির্বাচনের ভোট চলছে। ৯৬ আসনের ৪২টিই আসনই (৪৪ শতাংশ) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে। এই ধাপের মাধ্যমে দক্ষিণের সব রাজ্যের ভোট শেষ হবে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি। 

অন্ধ্র প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিসা, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরে আজ ভোট হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত মোট ভোটকেন্দ্রগুলোতে গড়ে ১০ দশমিক ৩৫ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

২০১৯ এর পর এবারই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ভোট হচ্ছে। এ অঞ্চলে লোকসভার দুই আসনের একটি—শ্রীনগরে ভোট হবে আজ। বিজেপির আপত্তির জেরে অপর আসন অনন্তনাগ-রাজৌরির ভোট ২৫ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের রাজনীতির মূল শক্তিগুলোর বাইরের কিছু দল এই ধাপে আধিপত্য স্থাপন করতে পারে, যেমন বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেস।

আজকের ভোটের আগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাচন কমিশন বিজেপি ও কংগ্রেস প্রধানের কাছে নোটিস পাঠিয়েছে।

এই ধাপের ভোট শুরুর আগে সুসংবাদ পেয়েছে আম আদমি দল। দলটির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন। সাত ধাপের নির্বাচন শেষে ২ জুন তিনি আবারও পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপ। ছবি: রয়টার্স
লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপ। ছবি: রয়টার্স

বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য আজ লোকসভার সদস্যপদের জন্য লড়বেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও অজয় মিশ্র তাদের অন্যতম।

বিরোধীদলের মূল নেতাদের মধ্যে আজ ভোটে লড়বেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র।

এ ছাড়াও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন সমাজবাদী দল প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের অধির রঞ্জন চৌধুরী, বলিউডের সাবেক অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা এবং ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ।

নির্বাচনের পঞ্চম ধাপ শুরু হবে ২০ মে। জুনের ১ তারিখে সব ধাপ শেষে ৪ জুন থেকে ভোট গণনা শুরু হবে।

 

Comments

The Daily Star  | English

Price of garments exported to the US fall

The prices of major garment items exported to the US declined year-on-year in the January­-October period this year as American consumers are yet to recover from heightened inflationary pressures..During the 10 months, the price of men’s cotton woven trousers declined by 7.7 percent, accor

3h ago