লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট দিলেন মোদি, পশ্চিমবঙ্গে সহিংসতা

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যাইয়ের ভোট শুরু হয়েছে। ছবি; চান্নি আনান্দ/এপি/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে
লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যাইয়ের ভোট শুরু হয়েছে। ছবি; চান্নি আনান্দ/এপি/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার তৃতীয় পর্যায়ে ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট হওয়ার কথা ছিল ৯৪টি আসনে। কিন্তু সুরাটে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিএসপি প্রার্থীর মৃত্যুর পর তৃতীয় দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরির ভোটগ্রহণ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার যে ৯৩ কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই ৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭২টি। গুজরাটের সব আসনে জিতেছিল বিজেপি। গুজরাটেও আজ মঙ্গলবার ভোট হচ্ছে।

এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, গোয়া, ছত্তিশগড়, মহারাষ্ট্র, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলিতে ভোট হচ্ছে।

পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে ভোট

পশ্চিমবঙ্গের চার কেন্দ্র মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ ও মালদহ উত্তরে ভোট হচ্ছে। ভারতের বাকি রাজ্যগুলোতে ভোট শান্তিপূর্ণভাবে হলেও পশ্চিমবঙ্গে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে  বোমা মারা হয়েছে বলে অভিযোগ। জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। মালদহে বিজেপি এজেন্টকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল  অভিযোগ করেছে, ডোমকলে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে । ডোমকল আসনে সিপিএমের এজেন্টকে মেরে বের করে দেয়ার অভিযোগ ওঠার পর সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম সেখানে উপস্থিত হন। সেলিম জানান, সিপিএমের এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের এক কর্মী সিপিএমের এজেন্ট হিসাবে বসে যান। সেলিম গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে কাগজপত্র দেখতে চান। সেই এজেন্টকে পরে বের করে দেয়া হয়। সেলিমের অভিযোগের পর ওই এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ।

জঙ্গিপুরে বিজেপির দুই এজেন্টকে বসতে দেয়া হচ্ছিল না বলে অভিযোগ এসেছে। সেখানেও বিজেপির প্রার্থী উপস্থিত হয়ে দলের এজেন্টদের বসানোর দাবি করেন।

রানিনগরে সিপিএম কর্মীকে মারধর করা হয়। এই ঘটনার পর তাকে কয়েক ঘণ্টা লুকিয়ে থাকতে হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। মালদহ দক্ষিণের একটি বুথে পুলিশ ভোট নিয়ন্ত্রণ করছে বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন।

ভোট দিলেন মোদী

ভোট দেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
ভোট দেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

আহমেদাবাদের একটি স্কুলে ভোট দিইয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দেয়ার পর তিনি বলেন, 'ভোট দেয়ার গুরুত্ব রয়েছে। সবাই এই গণতন্ত্রের উৎসবে যোগ দিন।'

মোদী জানান, তিনি এই স্কুলেই সবসময় ভোট দেন।

একই বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পিটিআই, এএনআই

Comments

The Daily Star  | English
Bangladesh foreign policy

Assad’s ouster and the ever-changing world for Bangladesh

Do we have the expertise to tackle the crises and exploit the opportunities in the evolving geopolitical scenario?

2h ago