ভারতের নির্বাচন: দ্বিতীয় পর্যায়ের ভোটে লাখো মানুষের ভিড়

ভারতের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে কেরালা রাজ্যের আলাপপুঝা জেলার কাক্কাথুরুথ দ্বীপের মানুষরা ভেমবানাদ লেক পেরিয়ে ভোট দিতে যাচ্ছেন। ছবি: রয়টার্স
ভারতের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে কেরালা রাজ্যের আলাপপুঝা জেলার কাক্কাথুরুথ দ্বীপের মানুষরা ভেমবানাদ লেক পেরিয়ে ভোট দিতে যাচ্ছেন। ছবি: রয়টার্স

লোকসভা নির্বাচনের সাত পর্যায়ের ভোটের দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে আজ লাখো ভারতীয় নাগরিক ভোটকেন্দ্রগুলোর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। 

আজ শুক্রবার এ বিষয়টি জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি প্রতিনিধি।

১২টি রাজ্যের ৮৮ আসনে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের এক হাজার ২০২ প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ যেসব নেতা তাদের আসন ধরে রাখার জন্য লড়বেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও পার্লামেন্টের স্পিকার ও বিজেপি নেতা ওম বিরলা।  

প্রচণ্ড গরম, তাপপ্রবাহ ও আর্দ্রতার মধ্যে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ে অন্তত ১৫ কোটি ৮৮ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভারতের বিভিন্ন অংশে চলমান তাপপ্রবাহের কথা মাথায় রেখে উত্তরের রাজ্য বিহারের চার আসনের বেশ কিছু ভোটকেন্দ্রে ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

১ জুন এর মধ্যে বাকি পাঁচ পর্যায়ের ভোট শেষে ৪ জুন ভোট গণনা শুরু হবে।

এবারও নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন নরেন্দ্র মোদি। সফল হলে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁতে পারবেন।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, এক লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রজুড়ে ১৬ লাখ পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের ভোটে আট কোটি আট লাখ পুরুষ, সাত কোটি ৮০ লাখ নারী ও পাঁচ হাজার ৯২৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত রয়েছেন। এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন ৩৪ লাখ ৮০ হাজার ভোটার। এছাড়া, ২০ থেকে ২৯ বছর বয়সী তিন কোটি ২৮ লাখ ভোটারও এবার ভোটার হিসেবে নিবন্ধিত আছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

১৯ এপ্রিল প্রথম পর্যায়ের ভোটে ৬৫ শতাংশ ভোটারের উপস্থিতি দেখা গেছে, যা পাঁচ বছর আগের নির্বাচনের একই পর্যায়ের তুলনায় তিন শতাংশ কম।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রাজস্থানের বারমারের এক ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স
লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রাজস্থানের বারমারের এক ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স

এ কারণে দ্বিতীয় পর্যায়ে ভোটার বাড়াতে ভোটারদের জন্য নানা সুবিধার আয়োজন করা হয়েছে। বেড়েছে প্রচার-প্রচারণা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে ভোটারদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ভোটারের সংখ্যা বেশি হলে তা 'আমাদের গণতন্ত্রকে বলিষ্ঠ করে'।

দ্বিতীয় পর্যায়ের ভোটে এক হাজার ২০২ প্রার্থীর মধ্যে এক হাজার ৯৮ জন পুরুষ, ১০২ জন নারী ও দুই জন তৃতীয় লিঙ্গের প্রার্থী।

নির্বাচন কমিশন ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের পরিবহনের জন্য অন্তত তিনটি হেলিকপ্টার, চারটি বিশেষ ট্রেন ও ৮০ হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ৫০ শতাংশেরও বেশি কেন্দ্রে ইন্টারনেটে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপির নেতা ও সাবেক অভিনেত্রী হেমা মালিনী, লোকসভার বিদায়ী স্পিকার ওম বিরলা তাদের নিজ নিজ আসনে তৃতীয় বারের মতো নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

3h ago