১ লাখের বেশি ভোটে এগিয়ে মোদি, রাহুল ২ লাখ

নরেন্দ্র মোদি বনাম রাহুল গান্ধী
লোকসভা নির্বাচনে মুখোমুখি মোদি-রাহুল। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন। এ আসনে তার নিকট প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজয় রাই।

এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হালনাগাদ তথ্য অনুযায়ী মোদি তার নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩৯ হাজার ২৯ ভোটে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত মোদি ভোট ৫ লাখ ১৭ হাজার ৩৭০। অজয় রাইয়ের ভোট ৩ লাখ ৭৮ হাজার ৩৪২।

অপরদিকে, উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং।

ভারতের নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে, রাহুল এই আসনে দীনেশের চেয়ে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত রাহুলের ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দীনেশের ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।

পরাজয় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন দীনেশ। এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন।

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago