রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী ও শশী থারুর আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াংকা গান্ধী ও শশী থারুরকে আটক করেছে দিল্লি পুলিশ।
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াংকা গান্ধী ও শশী থারুরকে আটক করেছে দিল্লি পুলিশ।

মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে জিএসটি বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার কংগ্রেস সদর দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালে তাদেরকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি আরোপের প্রতিবাদে কংগ্রেস সমর্থকদের একটি মিছিল থেকে তাদের আটক করা হয়। আজ সংসদে সোনিয়া গান্ধীকে কালো কাপড় পরে বিক্ষোভ করতে দেখা গেছে।

পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি ছিল না। অভিযানের সময় বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি দেখা গেছে।

Comments