চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মারা গেছেন। এক সময় তাকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করা হোত।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।
চীনের সাংহাইতে গতকাল বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন কেকিয়াং (৬৮)। ঠিক মধ্যরাতের পর তিনি মারা যান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া এ বিষয়টি নিশ্চিত করে।
চীনের বর্তমান নেতা শি জিন পিংয়ের মন্ত্রীসভায় ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তিনি কমিউনিস্ট পার্টিতে আধুনিক চিন্তাধারা প্রবর্তনের চেষ্টা চালালে প্রাচীনপন্থী সহকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়।
কর্মজীবনের বেশির ভাগ সময় কূটনীতিকের দায়িত্ব পালন করেন তিনি। ভালো ইংরেজি জানার জন্য তার বিশেষ সুনাম ছিল।
প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নেন।
পিকিং বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন তিনি। এ ছাড়া, ছাত্রজীবনে তিনি এক ব্রিটিশ বিচারকের আইন বিষয়ক বই অনুবাদ করেন।
লি কেকিয়াং যখন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে যান, তখন চীনের অর্থনীতির প্রবৃদ্ধি করোনাভাইরাস মহামারি ও আবাসন খাতের সংকটের কারণে অনেকটাই স্তিমিত।
এ বছর মিত্র লি কিয়াংকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন শি জিনপিং।
বিদায়ী বক্তব্যে কেকিয়াং বলেছিলেন, চীনের অর্থনীতি 'ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামীতে আরও প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।'
Comments