এস এম সুলতানের শতবর্ষ উদযাপন কমিটি গঠন
দেশের প্রখ্যাত শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে দুই বছরব্যাপী আয়োজনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দেশে-বিদেশে কীর্তিমান এই শিল্পীকে নিয়ে নানান অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়ন করবেন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম এবং সদস্যসচিব আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মশতবর্ষে সুলতান: জাতীয় ও আর্ন্তজাতিক উদযাপন কমিটিতে দেশের প্রথিযশা শিল্পী সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিল্প সমালোচক, আলোকচিত্রী, স্থপতি, চলচ্চিত্রকার, শিক্ষক, গবেষক, কবি, সাহিত্যিক, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র, শিল্পসংগঠক-সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৪০০ জনের সমন্বয়ে গঠন করা হয়েছে।
সদস্যসচিব আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, এস এম সুলতান আমাদের গর্ব। গুণী এই শিল্পীর জীবন দর্শন ও শিল্প বাংলাদেশের অন্যন্য সম্পদ। এই কিংবদন্তিকে নিয়ে আগামী দুই বছর স্মারক বক্তৃতা, স্মৃতিসভা, প্রকাশনা, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজন থাকবে। আমরা চেষ্টা করব তার চিন্তা ও কাজের ধরন ছড়িয়ে দিতে।
Comments