ঈদের ছুটির ৫ দিনে পর্যটন স্পটে হারানো ২১ শিশুকে উদ্ধার ট্যুরিস্ট পুলিশের

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।

তিনি জানান, ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিনের সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন পর্যটন স্পটে উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণে আসেন।
পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে পর্যটকদের ভিড়ে হারিয়ে ২১ জন শিশু হারিয়ে যাওয়ার খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। উদ্ধারের পর তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা ১ হাজার ৩৯৪ হলেও বর্তমানে ১ হাজার ১৯১ জন কর্মরত। সীমিত জনবল নিয়েও দেশের ৩০ জেলার ৪০টি পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago