বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা
পার্বত্য জেলা বান্দরবান। ফাইল ছবি: মং মারমা

'নিরাপত্তার স্বার্থে' রুমা ও রোয়াংছড়ির পর বান্দরবানের থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের আসতে মানা করে দেয় উপজেলা প্রশাসন। এর ৬ দিনের মাথায় থানচি ও আলীকদমে ভ্রমণ নিষিদ্ধ করা হয়।

গত ২৩ অক্টোবর এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের ২২ অক্টোবরের চিঠির আলোকে বান্দরবান রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago