শাড়ির সৌন্দর্য বাড়াতে ব্লাউজের ৫ স্টাইল

ব্লাউজের ডিজাইন
ছবি: শাহরিয়ার কবির হিমেল

শাড়ি পোশাকটি কখনো পুরোনো হয় না। তবে ব্লাউজের ডিজাইনে একটুখানি বৈচিত্র্য এনে পুরো লুককে আরও নতুন ও অনন্য করে তোলা যায়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ কেবল পোশাকই নয়, ফ্যাশনের এক অনন্য ভাষা। বাঙালি নারীর ওয়্যারড্রোবে এমন সব ব্লাউজ থাকা দরকার যা স্টাইল আর আরাম, দুটোরই সমান গুরুত্ব দেয়।

কখনো আটপৌরে আর মার্জিত, আবার কখনো আধুনিক এবং আকর্ষণীয় লুক- বিভিন্ন ধরনের ব্লাউজ থাকলে দশ রকম অনুষ্ঠানে দারুণ কাজে দেয়। ব্লাউজের ডিজাইন, কাট আর কাপড়ের বৈচিত্র্য আমাদের ব্যক্তিত্ব আর রুচি ফুটিয়ে তোলে। চিরাচরিত স্টাইল থেকে শুরু করে আধুনিক লুক—আশা করছি এই ব্লাউজের স্টাইল আইডিয়াগুলো নিঃসন্দেহে নজর কাড়বে।

সাধারণ একরঙা ব্লাউজ

সাধারণ একরঙা ব্লাউজ আপনাকে একটা ফাঁকা ক্যানভাস দেয়, যেখানে গয়না ও অন্যান্য সাজসজ্জা দিয়ে নিজের লুককে আকর্ষণীয় করে তুলতে পারেন। একরঙা শুনেই নাক সিঁটকাবেন না কিন্তু, এই ব্লাউজগুলোই আপনার নকশাবহুল শাড়িকে দিতে পারে অভিনব এক পরিবর্তন। ইংরেজিতে যাকে বলে 'মিক্স অ্যান্ড ম্যাচ', এই কাজটি করতে একরঙা ব্লাউজের জুড়ি নেই। ঠিকঠাক রং মিলিয়ে নিতে পারলে এই ব্লাউজগুলো যেকোনো শাড়ির সঙ্গেই দিব্যি মানিয়ে যায়, শাড়ির ডিজাইনকে করে তোলে আরও উজ্জ্বল। এখানেই শেষ নয়, যেকোনো অনুষ্ঠানের সঙ্গে মানানসই ব্লাউজের কথা যদি বলি, একরঙা ব্লাউজের একচেটিয়া আধিপত্য সেখানে। বাঙালি উৎসব, অফিসের অনুষ্ঠান বা আরামদায়ক আড্ডা, সবখানেই চমৎকার মানিয়ে যায় এই ব্লাউজগুলো।

সোনালি বা রুপালি পুঁতির কাজ

বড়সড় অনুষ্ঠানে সাজটা কিন্তু হতে হয় দেখার মতো। এসব অনুষ্ঠানে শিফন বা জর্জেটের শাড়ি পরতে ভালোবাসেন অনেকে, অনেকের পছন্দ আবার ঐতিহ্যবাহী জামদানি কিংবা সিল্কের শাড়ি। পছন্দ যা-ই হোক, সঙ্গের ব্লাউজটায় সোনালি বা রুপালি পুঁতির কাজ থাকলে আপনার গ্ল্যামার বেড়ে যাবে বহুগুণে। নিজের রুচিমতো ডিজাইন করে নিতে পারবেন এ ধরনের ব্লাউজগুলো। চাইলে হালকা নকশায় আভিজাত্যের প্রমাণ রাখতে পারেন, আবার ভারী কাজ করা ব্লাউজগুলো একটা রাজকীয় লুক এনে দেয়।

এই ব্লাউজগুলো হালকা শিফন এবং জর্জেটের পাশাপাশি সিল্ক বেনারসি শাড়ির সঙ্গেও দারুণ মানায়। গ্ল্যামারাস রং, ঝলমলে চেহারা এবং পুঁতির এমব্রয়ডারির জন্য এগুলো সন্ধ্যার পার্টি, বিয়ে এবং উৎসবের জন্য দারুণ একটা অপশন। সবচেয়ে ভালো বিষয় হলো, একেবারে সাধারণ শাড়িতেও এই ব্লাউজগুলো জমকালো কিংবা রাজকীয় ভাব নিয়ে আসতে পারে।

ব্লাউজের ডিজাইন
ছবি: শাহরিয়ার কবির হিমেল

নব্বইয়ের দশকের নস্টালজিয়া: কলারওয়ালা ব্লাউজ

নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় ছিল ব্লাউজের কলার। হাল আমলের ফ্যাশনে আবার ফিরে এসেছে এই ভিন্নমাত্রার স্টাইলটি। অফিসে, কলেজে, কিংবা লাঞ্চ ডেটে পরার জন্য চমৎকার একটি পোশাক এই কলারওয়ালা ব্লাউজ। একেবারেই সাধারণের মধ্যে কিছুটা অভিজাত লুক এনে দেয়ার জন্য এই ব্লাউজগুলোর জুড়ি নেই। সুতি কিংবা শিফনের শাড়ির সঙ্গে ভালোই মানিয়ে যায় এগুলো। সোজাসাপ্টা কিন্তু পরিপাটি একটা লুক পেতে কলারড ব্লাউজের বিকল্প পাওয়া বেশ কঠিন।

সাধারণ শাড়ির সঙ্গে পরতে পারেন এই কলারড ব্লাউজগুলো। সঙ্গে যদি চুলে হাই বান আর চোখে গাঢ় আইলাইনার দিতে পারেন, নব্বইয়ের দশক কিন্তু ফিরে আসবে আপনার মাধ্যমেই! এর পাশাপাশি শাড়ির রং যদি বেছে নিতে পারেন প্যাস্টেল, চেক বা একটু নিউট্রাল কিছুর মধ্যে, তাহলে তো সোনায় সোহাগা!

স্লিভলেস বা নেট স্লিভ—সিম্পলের মধ্যে গর্জিয়াস!

নব্বইয়ের দশকের ফ্যাশন বলতেই আমরা বুঝি বলিউডি নায়িকাদের সেই শিফন শাড়ির সঙ্গে স্লিভলেজ ব্লাউজের মিশেল। আহামরি কাজ করা ব্লাউজ নয়, একেবারে সাদাসিধে স্লিভলেস কিংবা নেট স্লিভ ব্লাউজ কিন্তু আপনার ভেতরকার বলিউডি নায়িকাকে জাগিয়ে তুলতেই পারে! হালকা শিফন বা জর্জেট শাড়ির সঙ্গে এ ধরনের ব্লাউজ দারুণ মানায়। বিশেষ করে নেট স্লিভ ডিজাইনটি একেবারে সেই নব্বইয়ের দশকের নায়িকাদের লুকের মতোই গ্ল্যামার যোগ করে।

স্লিভলেজ ব্লাউজ, শিফনের শাড়ি, আর একটু পনিটেইল বা হালকা কার্ল করা চুলের সাজ আপনার পুরো লুকই বদলে দিতে পারে। সঙ্গে যদি থাকে ড্যাঙ্গলার কানের দুল বা পাতলা চোকার গয়না- বন্ধুদের চোখ আপনার থেকে কিন্তু সরবেই না! যেকোনো আড্ডা, বিয়ের রিসেপশন কিংবা একটু জমকালো পার্টির জন্য এমন ব্লাউজ দারুণ কার্যকর হবে।

ব্লাউজ
ছবি: আদনান রহমান

ব্যাকলেস ব্লাউজ

সাধারণের কথা অনেক হলো। একটু গ্ল্যামারাস, একটু সাহসী লুকের ভক্ত অনেকেই। এরকম অসাধারণ লুক আনার জন্যে সেরা ব্লাউজ ব্যাকলেস ব্লাউজ। সাধারণ শাড়িকে অসাধারণ করে তুলতে প্রয়োজন কেবল একটা মানানসই ব্যাকলেস ব্লাউজ। এগুলো বিশেষ করে ককটেল পার্টি বা সন্ধ্যার জমকালো দাওয়াতগুলোর জন্য বলতে গেলে আদর্শ।

এমন ব্লাউজের ডিজাইনগুলোতে অনেক সময় পেছনের অংশে ডিটেইলিং থাকে, যেমন ট্যাসেল, স্ট্রিং বা ঝুলের কাজ, যা পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে। স্যাটিন, সিকুইন বা শিফনের মতো শাড়ির কাপড়ের সঙ্গে এটা দারুণ মানায়। সঙ্গে যদি থাকে বড় নেকপিস কিংবা লম্বা কানের দুল, পার্টির প্রাণ হতে আপনাকে আটকায় কে? এই ব্লাউজগুলোর সবচেয়ে ভালো দিক হলো, এগুলো একইসঙ্গে আধুনিক এবং ঐতিহ্যবাহী লুকের ভারসাম্য ধরে রাখে।

ব্লাউজ শুধু শাড়ির সঙ্গী নয়, এটা স্টাইলের গল্প বলে, আপনার ব্যক্তিত্বের প্রমাণ দেয়। চেহারায় আভিজাত্য আর ব্যক্তিত্বের ছোঁয়া যোগ করতে ব্লাউজের ডিজাইন নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলেই কিন্তু ফ্যাশনে আর দশজনের থেকে এগিয়ে থাকা যায়! নিজের লুককে এক ধাপ ওপরে তুলতে এই স্টাইলগুলো ট্রাই করে দেখতেই পারেন।

অনুবাদ করেছেন সৈয়দা সুবাহ আলম

 

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Motorcycle sales in Bangladesh hit a five-year low in 2024, in continuation of a downward trend emanating from economic instability, inflation and political transitions, according to industry experts.

11h ago