বিহারে পুণ্যস্নানে ডুবে শিশুসহ অন্তত ৪৩ জনের মৃত্যু

গুগল থেকে নেওয়া

ভারতের বিহারে পুণ্যস্নানে গিয়ে নদী ও পুকুরে ডুবে ৩৭ শিশুসহ অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের ১৫ জেলার পৃথক স্থানে বুধবার এ ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার বিহার সরকার জানিয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ আছে বলে জানা গেছে।

বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের 'জীবীপুত্রিকা' উত্সব ছিল। উৎসবে নারীরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য উপবাস করে এবং সন্তানদের সঙ্গে নিয়ে পুণ্যস্নান করে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

এতে আরও বলা হয়, রাজ্যের পূর্ব ও পশ্চিম চম্পারন, নালন্দা, আওরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের প্রতি পরিবারের জন্য ৪ লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন।

 

Comments