যুক্তরাষ্ট্রে ডিমের বাজারে আগুন, ডজন ৫০০ টাকা

মার্কিন মুদি দোকানে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মুরগির ডিম। ছবি: এএফপি
মার্কিন মুদি দোকানে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মুরগির ডিম। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে অ্যাভিয়ান ফ্লু। ২০২২ সালে প্রথমবারের মতো দেশটিতে এই রোগের প্রাদুর্ভাব হয়। দেশের মানুষকে অ্যাভিয়ান ফ্লু থেকে সুরক্ষা দিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অসংখ্য ডিম পাড়া মুরগি হত্যা করেছে দেশটির কতৃপক্ষ। যার নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের দামে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদার কারণে ডিমের দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে এর আগের বছরের একই মাসের তুলনায় সবচেয়ে উন্নত মানের 'এ গ্রেড' ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে। 

২০২৪ সালে এক ডজন ডিমের দাম ছিল ৪ ডলার ১৫ সেন্ট (প্রায় ৫০৬ টাকা), যা ২০২৩ সালের ডিসেম্বরে ২ ডলার ৫০ সেন্টে (৩০৫ টাকা) বিক্রি হচ্ছিল।

এখানে গড় মূল্য উল্লেখ করা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে আরও অনেক বেশি দামেও ডিম বিক্রি হয়েছে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য (১ ডলার = ১২২ টাকা) ব্যবহার করা হয়েছে।

নতুন করে অ্যাভিয়ান ফ্লু  দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের মুরগির খামারগুলো বিপদে পড়েছে। ফ্লু থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে অনেক ডিমপাড়া মুরগি হত্যা করা হয়েছে। মূলত এ কারণেই নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডিমের দাম। অনেক জায়গায় পর্যাপ্ত সরবরাহও নেই।

খাদ্যতালিকার অত্যাবশ্যক এই উপকরণ বাজারে খুঁজে না পেয়ে বা দামের কারণে কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন আমেরিকানরা।  

এ বছরেই অ্যাভিয়ান ফ্লু আক্রান্ত সন্দেহে ২ কোটি ১০ লাখ ডিম পাড়া মুরগি নিধন করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ।

মূলত ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি অঙ্গরাজ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

কৃষি বিভাগ আরও জানায়, ২০২৪ এর ডিসেম্বরেও ১ কোটি ৩২ লাখ মুরগি হত্যা করা হয়েছে।

যার ফলে স্বভাবতই ডিমের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।

আরকানসাস বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিশেষজ্ঞ জাদা থমসন বলেন, 'ডিম পাড়ার জন্য যথেষ্ঠ মুরগি না থাকলে সরবরাহ সঙ্কট অনির্বার্য। চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় ডিমের দাম বেড়েছে।'

যুক্তরাষ্ট্রে শুধু হাঁস-মুরগি নয়, গবাদি পশুও বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

গত বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে এই রোগে ৬৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন।  

একজন মার্কিন নাগরিক বছরে গড়ে ২৭৭টি ডিম খেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদকদের সমবায় সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, নাস্তার টেবিলে মার্কিনীদের সবচেয়ে প্রিয় খাবার ডিম।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের অনলাইন শপ চালডাল ডট কমে এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৩৫ টাকা উল্লেখ করা হয়েছে। প্যারাগন ব্র্যান্ডের ডিম ২০৫ টাকা ও পূর্নভা ওমেগা থ্রি ডিমের দাম ২৪০ টাকা ডজন।  

Comments

The Daily Star  | English
Adani warns PDB to clear outstanding bills

Bangladesh seeks full power supply restoration from Adani plant

Adani halved supply to Bangladesh on October 31 due to payment delays

9m ago