আলাস্কায় বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজের ১০ জনই নিহত

দুর্গম এলাকায় বিধ্বস্ত বিমানের কাছে উদ্ধার তৎপরতা। ছবি: ইউএনবি থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের আলাস্কায় নোমগামী একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস- এর বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

গত ২৫ বছরের মধ্যে রাজ্যটির সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে তল্লাশির মাধ্যমে নোমের দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। কোস্টগার্ডের তোলা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান ও হতাহতরা বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছেন। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছেছেন।

সেন লিসা মুরকোস্কি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। নোমের মেয়র জন হ্যান্ডেল্যান্ডকে আবেগপ্রবণ দেখা গেছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার উপর জোর দেন। সন্ধ্যায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বৈরি পরিবেশ, জমে থাকা বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

বেরিং এয়ারের সেসনা ক্যারাভান ৯ জন যাত্রী ও একজন পাইলটকে নিয়ে বৃহস্পতিবার বিকালে উনালাকলেট থেকে উড্ডয়ন করলেও এক ঘণ্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা হঠাৎ উচ্চতা এবং গতি হ্রাসের কথা উল্লেখ করেছেন। তবে দুর্ঘটনার কারণটি নির্ধারণ করতে পারেননি তারা। এমনকি কোনো বিপদের সংকেতও শনাক্ত করা যায়নি।

আলাস্কার দুর্গম ভূখণ্ড এবং পরিবহনের জন্য ছোট বিমানের উপর নির্ভরতা অত্যাবশ্যক, তবে তা ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ায় প্রাণঘাতী ঘটনার পর এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় ধরনের বিমান দুর্ঘটনা।

বেরিং এয়ার, ৩২টি প্রত্যন্ত গ্রামে পরিষেবা দিয়ে থাকে। দুর্ঘটনার পর অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য এরই মধ্যে এনটিএসবি থেকে ফেডারেল তদন্তকারীদের পাঠানো হয়েছে। এদিকে, নোম এবং আশেপাশের সম্প্রদায়গুলো নিহত এবং তাদের পরিবারগুলোর জন্য শোক প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

9h ago