আলাস্কায় ষাঁড়ের গুঁতোয় পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের 'মাস্কঅক্স' প্রজাতির ষাঁড়। ফাইল ছবি: এপি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের 'মাস্কঅক্স' প্রজাতির ষাঁড়। ফাইল ছবি: এপি

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বাসার সামনে থেকে মাস্কঅক্সের (ষাঁড়) আক্রমণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন

আজ বুধবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা কার্টিস ওরল্যান্ড তার বাসার কাছাকাছি একটি জায়গায় পোষা কুকুরের জন্য বানানো ঘরের সামনে অবস্থান নেওয়া এক দল 'মাস্কঅক্স' প্রজাতির ষাঁড় তাড়ানোর চেষ্টা করছিলেন। সে সময় হঠাৎ একটি ষাঁড় তাকে আক্রমণ করে।

আলাস্কা পুলিশ বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থলেই কার্টিসের মৃত্যু হয়।

ট্রুপার্স বাহিনীর মুখপাত্র অস্টিন ম্যাকড্যানিয়েল জানান, পুলিশ সদস্য কার্টিস আদালতে সংযুক্ত ছিলেন। তিনি কয়েদি পরিবহন, আদালত কক্ষের নিরাপত্তা ও নথি ব্যবস্থাপনার কাজ করতেন।

আলাস্কা অঙ্গরাজ্য পুলিশ, আলাস্কা ওয়াইল্ডলাইফ ট্রুপার ও যুক্তরাষ্ট্রের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এ ঘটনার তদন্ত করছে।

মাস্কঅক্স হচ্ছে এক ধরনের বড় আকারের লম্বা চুলওয়ালা ষাঁড়, যাদের কাঁধে ছোট কুজ এবং মাথার ওপর শিং রয়েছে। এদের ওজন ৮০০ পাউন্ড (৩৬৩ কেজি) পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে মৎস্য ও পশুসম্পদ বিভাগ।

 

Comments

The Daily Star  | English
Stolen mobile phone syndicate busted in Chattogram

Five arrested in Chattogram for repackaging stolen phones with altered IMEI

A team of CMP also recovered 342 stolen mobile phones of various brands, six laptops, and a large amount of cash

22m ago