দাবানল নিয়ে বাইডেনকে দুষলেন ট্রাম্প

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ ছবি: রয়টার্স
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। কোলাজ ছবি: রয়টার্স

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নরের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। ট্রাম্প পানি সংকটের জন্য ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি।

দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বন ব্যবস্থাপনা নীতির সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই অঙ্গরাজ্যের জলজ প্রাণী সংরক্ষণ উদ্যোগের কারনেই শহরে হাইড্র্যান্টগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। তিনি গভর্নরের পদত্যাগের দাবি জানিয়েছেন। 

ট্রাম্পের নাম উল্লেখ না করে বাইডেন বলেন, 'ভীতি ও মিথ্যা তথ্য খুব সহজেই ছড়ানো যায়। বৈশ্বিক উষ্ণায়নের (গ্লোবাল ওয়ার্মিং) কারণেই দাবানল দেখা দিয়েছে'। 

বিশ্লেষকরা দাবানল নিয়ে ট্রাম্পের বেশিরভাগ দাবিকেই অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেছেন। 

দাবানল পরিস্থিতি

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এএফপি
আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এএফপি

একই সঙ্গে জ্বলছে ছয়টি দাবানল। কোনোটাই পুরোপুরি নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া ও পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।

আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার কাজে বেশি সময় দিচ্ছে ফায়ার ফাইটাররা। ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি। প্যাসিফিক প্যালিসেইডস এলাকার কিছু আগুন নেভানোর জন্য পানি সরবরাহের হাইড্রেন্ট শুকিয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের দুই লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

নিরাপদে আছেন বাংলাদেশিরা

স্থানীয় বুধবার সন্ধ্যায় আগুন দেখা যায় চলচ্চিত্র জগতের তীর্থ স্থান হলিউডে। আগুনে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে। পাহাড়ের গায়ে বসানো বিখ্যাত হলিউড সাইনবোর্ডেরর বেশ কাছাকাছি আগুনের শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন লস অ্যাঞ্জেলেস মূল শহরের বাসিন্দারা।

এই এলাকায় বেশিরভাগ বাংলাদেশির বসবাস। এখন পর্যন্ত তারা নিরাপদে আছেন বলে জানা গেছে।

ভস্মীভূত বাড়িঘরে লুটপাট

আগুনে ভস্মীভূত বাড়িঘরে লুটপাটের খবর পাওয়া গেছে। এই চরম সংকটেও যারা লুটপাট করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা ক্যাথরিন বার্গারবলেন। লুটপাটের ঘটনায় ইতোমধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আগুনে এ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে প্রায় নয় হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে শতকোটি ডলারের বাড়িও রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত সাড়ে তিন লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

দাবানলে এ পর্যন্ত ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে, বিশেষ ফেডারেল ফান্ড থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলের কারণে বাতিল করেছেন ইতালি সফর।

আগুনের দাহ থেকে বের হওয়া সূক্ষ্ম কণা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আগুনের এসব কণা ফুসফুস এমনকি ধমনীতে পর্যন্ত প্রবেশ করে যে কাউকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত কয়েকদিনের তুলনায় বাতাসের গতিবেগ কম হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কিছুটা সহজ হবে বলে মনে করছেন দমকলকর্মীরা। তবে পানি সংকট নিয়ে ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

3h ago