দাবানলে পুড়ছে ইউরোপ, যুক্তরাজ্যে রেকর্ড তাপমাত্রা

পর্তুগালের লেইরিয়া বনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একটি জল-বিমান। ১৪ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

তীব্র দাবানলের সঙ্গে লড়াই করছে ইউরোপ। আজ মঙ্গলবার পশ্চিম ইউরোপ আরও তীব্র দাবদাহের মুখোমুখি হয়েছে। কারণ, তীব্র তাপপ্রবাহ পশ্চিত থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, আবহাওয়া অফিসের অস্থায়ী পরিসংখ্যান অনুযায়ী- যুক্তরাজ্যে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, তাপমাত্রা আরও বাড়তে পারে।

এর আগে, ২০১৯ সালে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।

ফ্রান্সে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর স্পেনে সোমবার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (১০৯ ফারেনহাইট) পৌঁছেছে।

ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসে ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরাতে বনের দাবানলে ২ জন নিহত হয়েছেন এবং রেললাইনের কাছে আগুন লাগার কারণে ওই এলাকার ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পর্তুগালের উত্তরাঞ্চলে দাবানল থেকে বাঁচতে গিয়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে এবং পশ্চিমাঞ্চলীয় শহর নান্তেস ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ইউরোপের সাম্প্রতিক দাবানলে ৩০ হাজারের বেশি মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুতদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব এলাকার মধ্যে ১০ হাজার প্রাণীর একটি চিড়িয়াখানা ছিল।

Comments

The Daily Star  | English

Dhanmondi-32 house demolition unfortunate: CA

The demolition of the house was a reaction to Hasina's violent behaviour, Chief Adviser's Press Wing said in a statement

1h ago