নির্বাচনে যেই জিতুক, যুক্তরাষ্ট্র আগামীতে আরও ‘বিচ্ছিন্ন’ থাকার নীতিতে যাবে: ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ফাইল ছবি: রয়টার্স
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস, যেই জয়ী হোক না কেন, দেশটি বাকি বিশ্ব থেকে আরও 'বিচ্ছিন্ন' থাকার নীতি আঁকড়ে ধরবে। এমনটাই ভাবছে ভারত।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ক্যানবেরার এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা বলেন।

যখন তিনি এই বক্তব্য দেন, তখনো মার্কিন ভোটাররা বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট দিচ্ছেন।

জয়শঙ্কর মত দেন, মার্কিন নীতিমালার দীর্ঘমেয়াদী ধারায় নির্বাচনের ফল তেমন কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, 'সম্ভবত, বারাক ওবামার আমল থেকেই যুক্তরাষ্ট্র বৈশ্বিক অঙ্গীকারের প্রতি সতর্কতা অবলম্বন করে এসেছে।'

বিভিন্ন সময়ে যৌক্তিক কারণ থাকলে সেনা মোতায়েনে অনীহা ও জো বাইডেনের শাসনামলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘটনাগুলোর দিকে ইঙ্গিত দিয়ে এ কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে জয়শঙ্কর আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে আরও সুনির্দিষ্ট ও স্পষ্ট অবস্থান নিতে পারেন।'

জয়শঙ্কর মন্তব্য করেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান মার্কিন শাসকের দৃষ্টিভঙ্গি কেমন, সেদিকে না তাকিয়ে জাতি হিসেবে যুক্তরাষ্ট্র কেমন, সে দিকটি আমলে নেওয়া।'

'তাদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করলে বলতে হয়, আমাদের এমন একটি বিশ্বব্যবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে যুক্তরাষ্ট্র আগের মতো সবকিছুতে আধিপত্য বা মহানুভবতা দেখাতে এগিয়ে নাও আসতে পারে', যোগ করেন তিনি। 

জয়শঙ্কর আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামীতে আরও উন্নত হবে।

এপির দেওয়া পূর্বাভাস অনুযায়ী নির্বাচনে জয়ী হওয়ার পথে এগিয়ে আছেন ট্রাম্প। পূর্বাভাস মতে, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ১৭৮টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯টি ইলেক্টোরাল কলেজ ভোট।

Comments

The Daily Star  | English

Govt wants to make countrymen true source of power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

35m ago