ইলেক্টোরাল ভোট: কমলা ২২৪, ট্রাম্প ২৭৭

ট্রাম্প-কমলা দ্বৈরথের শেষ অধ্যায় চলছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের লাখো ভোটারের ভোটে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে ইলেক্টোরাল ভোটের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প। ইতোমধ্যে সকল অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়ে গণনাও শেষের পথে। 

বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২৭৭ ও কমলা ২২৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। 

ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেছেন ট্রাম্প। এখন বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিকতা। 

দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছিলেন।  

তিন দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হওয়া নিশ্চিত করেন ট্রাম্প। 

বাকি চার দোদুল্যমান অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন ট্রাম্প, এবং ধারণা করা হচ্ছে, এগুলোতেও সকল ইলেক্টোরাল ভোট পাবেন তিনি। 

১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দুই মেয়াদে না জিতেও দুইবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন।

২০২২ এর ১৫ নভেম্বর প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেন ট্রাম্প।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

8h ago