৪১ বছর বয়সে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং।
টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। ছবি: রয়টার্স

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের 'হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪' নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং।

তিনি গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

চীনের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ঝং শানশান। ছবি: সংগৃহীত
চীনের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ঝং শানশান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টিকটক আইনি সমস্যায় পড়লেও বিশ্বব্যাপী ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে। এ বিষয়টি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে নিয়ামক হিসেবে কাজ করেছে।

ঝাং ও ঝং এর পর তালিকার তৃতীয় নাম টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

হুরুনের প্রতিবেদনে চীনে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা কমছে বলে জানা গেছে।

অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ১৪২ জন গত এক বছরে এই তালিকা থেকে বাদ গেছেন। এ মুহূর্তে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩। ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যা থেকে প্রায় এক তৃতীয়াংশ কম এই সংখ্যা।

অর্থনৈতিক মন্দা ও দুর্বল পুঁজিবাজারের কারণে অনেকেই সম্পদ হারিয়েছেন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। বিশেষত, আবাসন ও টেকসই জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন ঝাং ইমিং। ২০২১ এর নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি।

তবে এই পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago