যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল স্টোরে ফিরল টিকটক

শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে আবার ফিরে এসেছে টিকটক।

আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করায় এই অ্যাপকে আবার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল ও অ্যাপল।

বৈশ্বিকভাবে জনপ্রিয় টিকটকের মার্কিন ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটিরও বেশি।

টিকটকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এনে এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বাইডেন প্রশাসন নির্দেশ দিয়েছিল যে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটির মালিকানা কোনো নিরপেক্ষ পক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এই মর্মে কংগ্রেসে একটি আইনও পাস করে তারা। টিকটকের আপিলের পর মার্কিন সুপ্রিম কোর্টও এই আইন বহাল রাখে।

বাইডেন প্রশাসনের শেষদিনে, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যায় টিকটক। এরপর ট্রাম্পের ঘোষণায় পরদিনই আবার টিকটক খুলে দেওয়া হলেও গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছিল না অ্যাপটি। তবে অনলাইনে থার্ড পার্টি অনেক ওয়েবসাইট থেকেই এই অ্যাপটি ডাউনলোড শুরু করেছিলেন ব্যবহারকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বিবিসি জানায়, অ্যাপ স্টোরে টিকটককে জায়গা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস পাওয়ার পরই টিকটককে আবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে অ্যাপল ও গুগল।
 
প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে থাকলেও গত বছর নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ ব্যাপারে নমনীয় হতে দেখা যায় ট্রাম্পকে। সেসময় টিকটকে তার ভিডিওগুলোর শত কোটি ভিউ অর্জন করলে ট্রাম্প জানান, এই প্লাটফর্মের প্রতি তার এক ধরনের ভালোলাগা কাজ করছে। 

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

46m ago